সেইদিন শৈশবের শোনা কতো রূপকথা,
উপকথা মনে নিয়ে এলাম বাগদাদ শহরে।
চোখ আমার খুঁজছিল আলিবাবা, মর্জিনা,
সিন্দবাদকে মানুষের ভিড়ে।
হারুন রশিদের রাজসভা ধুলোয়ে মিশে গেছে,
তার পরিবর্তে আছে সাদ্দামের মহল।
স্বৈরাচারী সাদ্দাম নেই, তার রাজত্ব শেষ হয়ে গেছে,
তার মহলে তখন মার্কিনদের কবল।
স্বপ্নে ঘেরা, কল্পনায় ভরা সেই বাগদাদ শহর
আর নেই, তছনছ করে দিয়েছে আতঙ্কবাদী লস্কর।
কিছু দূরেই চেকপোস্ট আর বাড়ির সামনে প্রাচীর,
বিস্ফোরণের পরেও আছে রাস্তায় মানুষের ভিড়!
স্বপ্নে ঘেরা, কল্পনায় ভরা সেই বাগদাদ শহর
আর নেই, তছনছ করে দিয়েছে আতঙ্কবাদী লস্কর।
ফুটবল এখানে খুব প্রিয়, ইরাক খেললে সবাই স্তব্ধ
গোল করলেই চারিদিকে কেবল শোনা যায় গুলির শব্দ।
গ্রীষ্মকালে দিনেরবেলায় পারা ৫০ ডিগ্রী যায় পেরিয়ে,
তাই রাত্রি হলে পথে-বাজারে সবাই আসে বেড়িয়ে।
স্বপ্নে ঘেরা, কল্পনায় ভরা সেই বাগদাদ শহর
আর নেই, তছনছ করে দিয়েছে আতঙ্কবাদী লস্কর।
