কেন?

এই যে দুনিয়ায় কতো কি হচ্ছে
কতো আরও হবে, হয়েছিলো আরও কতো
সেই সকল ঘটনার বিবরণ
আছে আমাদের সকলের স্মরণ।
কি হচ্ছে, কি ভাবে হচ্ছে
কোথায় কি হচ্ছে
সব খবরই রাখি আমরা।
জানি কি কেন এসব হচ্ছে?

জানিনা এই কেন কে নিয়ে কেন এতো চিন্তা?
কেন আমি লিখছি কবিতা
কেন প্রশ্নটিকে নিয়ে,
কেন যে দ্যায় কেন মাথা ঘামিয়ে!
কেন প্রশ্ন কেন জবাবহীন?
কেনকে নিয়ে তর্ক করা কেন অর্বাচীন?

I'd love to hear your thoughts on this post! Please leave a comment below and let's discuss.