সবাই আগে চলে গেল…
জিজ্ঞাসা করছো
তুমি দৌড়ালে না?
এ কিরকম প্রশ্ন?
আরে, আমিও দৌড়াচ্ছি ,
আশ্চৰ্য !
নেই আমার কোন শীঘ্রতা
দিশা যে আমার আলাদা…
আমি পথিক, কীভাবে পথকে ছাড়ি?
এমন সুন্দর মুহূর্তগুলি কি
পিছনে ছেড়ে যাওয়া যায়?
সময় লাগে প্রতি মুহূর্তটিকে
একই মালায় সংযোগ করতে…
যদি দ্রুত ছুটি, তবে কি
জীবন পিছনে রয়ে যাবেনা?
আর কত তাড়াতাড়ি, মহাশয়
কিছুক্ষণের মধ্যে যে
দেখা হবে আমাদের সেখানে।
আমি তখন শোনাবো
আমার প্রতি মুহূর্তের কাহিনী
যে মুহূর্তগুলি আমি
পথে উপভোগ করেছি
যে কাহিনী সংগ্রহ করতে
সময় লেগেছে আমার পথে
আমিও দৌড়াচ্ছি
কেবল নেই কোন শীঘ্রতা
দিশা যে আমার আলাদা…
