গোয়েল সাহেব আমাদের ব্যাঙ্কের রিজনাল ম্যানেজার — বড়ো সাহেব। উনি বসে আছেন নিজের অফিসে। পিওন গিয়ে তার সামনে হেড অফিসের আর জোনাল অফিসের ডাক, চিঠিপত্র রেখে এসেছে। সকাল সকাল উনি খাম খুলে বিশেষ চিঠিগুলি পড়েন আর তারপরে যে বিভাগের সম্বন্ধিত চিঠি, সেই বিভাগে পাঠিয়ে দেন। একটা সরু কাঠের ছুরি দিয়ে সাবধানে সব খামগুলি খোলেন। সেইদিনও এই …




