আমাদের গোয়েল সাহেব দুটি চেয়ারে বসে ছিলেন। মানে একটাতে বসে ছিলেন আর দুই পা অন্য চেয়ারে রাখা ছিল। ডান পায়ে একটি প্লাস্টার ছিল, এটা অবশ্য এখন কাটা কয়ে গিয়েছে, কিন্তু এখনও ব্যান্ডেজ বাঁধা ছিল। ডাক্তার বলেছিলেন, পা ঝুলে থাকলে ফোলা বাড়বে এবং সুস্থ হতে দেরি হবে। তাই গোয়েল সাহেব দুটো চেয়ারে বসেছিলেন। গোয়েল সাহেব একটি …









