বাংলা সাহিত্যের খ্যাতিমান ঔপন্যাসিক নিমাই ভট্টাচার্য

তখন বাগদাদে সকাল বটে… ১০.৪৭ বাজে। আজ করোনাব্যাধি প্রতিরোধের জন্য পুর্ণ লকডাউন। সেই কারণেই আমি আজকে অলসতা হেতু দেরি করেই বিছানা ত্যাগ করেছি। আমার এক বিশেষ বন্ধু এবং বিদ্যালয়ের সহপাঠী WhatsApp-এ জানায় যে আমাদের বন্ধু অতীশ তার বাবার বাড়িতে যাচ্ছে কারণ তার পিতা বাংলা সাহিত্যের খ্যাতিমান ঔপন্যাসিক স্বনামধন্য নিমাই ভট্টাচার্য নাকি খুবই অসুস্থ্য হয়ে পড়েছেন শেষ রাত থেকে। অতীশও আমাদের সাথে একই ক্লাসে পড়তো দিল্লী শহরে রাইসিনা স্কুলে। অতীশ থাকে বর্তমানে কোলকাতা শহরের দমদম অঞ্চলে, আর ওর বাবার নিবাস টালিগঞ্জে।

নিমাই ভট্টাচার্য ১৯৩১ সালের ১০ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। বৈচিত্র্যময় জীবনে শূন্য থেকে শুরু করে সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করেছেন। একাধারে প্রখ্যাত সাংবাদিক, অন্যদিকে খ্যাতিমান লেখক। সাংবাদিকতার পাশাপাশি নিমাই ভট্টাচার্য রচনা করেছেন অন্তত তিন ডজন বই। তার লেখা বইগুলো নানাভাবে সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। 

১৯৬৩ সালে তাঁর লেখা একটি উপন্যাস কলকাতার সাপ্তাহিক ‘অমৃতবাজার’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং সাহিত্যামোদীদের নিকট ব্যাপক প্রশংসা অর্জন করে।এরপর থেকে সাংবাদিকতার পাশাপাশি নিমাই ভট্টাচার্য পূর্ণোদ্যমে আরো আরো উপন্যাস লেখা শুরু করেন।

অতীশের কাছে শোনা — একরাতে ওদের বাড়িতে নৈশভোজের সময় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কৃত লেখক সমরেশ বসু বলেছিলেন, “তন্ত্রসাধনা করতে হলে শ্মশানে যেতে হয়।”

ওই কথাটি ওনার মনে ধরে যায় এবং অতীশের বিদ্যালয়ের পাঠান্তে দিলীর বসবাস ছেড়ে কোলকাতায় বাস শুরু করেন।

নিমাই ভট্টাচার্যের লেখা উপন্যাসগুলোতে বিষয়গত বৈচিত্র্যতার ছাপ প্রস্ফূটিত হয়ে উঠেছে। কোন কোন উপন্যাসে তিনি রাজধানীর অন্দর মহলের অন্ধকারে লুকিয়ে থাকা অভিজাত সমাজের কুৎসিত রূপের চিত্র তুলে ধরেছেন। কোথাও নীচু তলার মানুষের সুখ-দুঃখের জীবনকাহিনী চিত্রিত হয়েছে। তাঁর লেখায় কোথাও কোথাও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদও লক্ষ্য করা যায়। আবার অনেক উপন্যাসে সোনালী আনন্দ দিনের বিলাপ লক্ষ্যণীয়। তাঁর লিখিত উপন্যাসগুলো সাহিত্যরস সমৃদ্ধ ও সুখপাঠ্য।

নিমাই ভট্টাচার্য আজ পৃথিবীর মায়া কাটিয়ে পরলোক গমন করেছেন। ওনার পারলৌকিক যাত্রার শান্তি কামনা করি। পরমেশ্বরের নিকট প্রার্থনা ওনার আত্মাকে মোক্ষ প্রদান করেন। উনি বঙ্গভাষীদের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন ওনার রচনার মাধ্যমে।

2 thoughts on “বাংলা সাহিত্যের খ্যাতিমান ঔপন্যাসিক নিমাই ভট্টাচার্য

I'd love to hear your thoughts on this post! Please leave a comment below and let's discuss.