কলকাতা বইমেলা চলছে জোর কদমে! বইপ্রেমীদের জন্য এটি এক ঐতিহ্যের উৎসব, যেখানে নতুন বইয়ের খোঁজ যেমন চলে, তেমনি চলে আড্ডা, গল্প, আর নানা রকম খাবারের মহোৎসব। বইমেলা মানেই কি শুধু বই কেনা? নাকি বইমেলার আনন্দ লুকিয়ে থাকে তার পরিবেশে, সেই আড্ডায়, সেই লুচি-আলুর দমের ঘ্রাণে, পুরনো বইয়ের পাতার গন্ধে আর নতুন লেখকদের আবিষ্কারে? অনেকে আসেন নতুন বই কিনতে, কেউ আসেন পুরনো বইয়ের গন্ধ খুঁজতে, কেউ বা আসেন স্রেফ বন্ধুদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে, কিংবা এক প্লেট ঘুগনি খেয়ে মনটা ভরিয়ে নিতে।









